বাংলাদেশ, প্রায় শতকরা ৯০ ভাগ মুসলমানের একটি জনপদের নাম। এ দেশ তথ্য গোটা ভারত উপমহাদেশের আছে একটি গৌরবোজ্জ্বল অতীত। এখানে নেতৃত্ব দিয়েছেন অনেক সৎ, যোগ্য এবং সুমহান ব্যক্তিবর্গ। কিন্তু কালের পরিবর্তনে আজ আমাদের সোনার দেশ তথা সমস্থ পৃথিবীতে সৎ এবং যোগ্য ব্যক্তি বর্গের অভাব দৃশ্যমান। আবার দেখা যায় সর্বত্র সৎ কিংবা যোগ্য উভয় রকম মানুষের অভাব নেই। কিন্তু সমস্যা হচ্ছে, যিনি সৎ তিনি যোগ্য নন; নতুবা যিনি যোগ্য তিনি সৎ নন। বাস্তবতা হচ্ছে, এ দু’টো গুণের সমষ্টি যার মধ্যে বিদ্যমান সে-ই একটা জাতি, সমাজ কিংবা দেশের উন্নয়নে কল্পনাতীত অবদান রাখতে পারে।